ইসমাইল নয়ন ॥
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ভাড়ানী গ্রামে সুদের লভ্য অংশের টাকা ফেরত না দেওয়ায় হামলা চালিয়ে গোলাম মোস্তফা নামের এক প্রতিবন্ধী ব্যক্তিকে মারধর করে আহত করেছে দাদন ব্যবসায়ী কুটু মিয়া ও তার লোকজন। শুক্রবার (২১ মে) বিকেলে এ ঘটনাটি ঘটেছে। আহত গোলাম মোস্তফা ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের বাড়ানী গ্রামের মোহন মিয়ার ছেলে। আহত গোলাম মোস্তফা বর্তমানে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
এ ব্যাপারে আহত গোলাম মোস্তফা ও একই গ্রামের মানিক মিয়া জানান, গত ৩ বছর পূর্বে একই গ্রামের মৃত কালা গাজীর ছেলে মো. কুটু মিয়া থেকে অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর করে গোলাম মোস্তফা ২৪ হাজার টাকা দাদন নেয়। উক্ত টাকা নেওয়ার পর গত এক বছর পূর্বে এলাকার স্বাক্ষীগণের উপস্থিতিতে লাভ এবং আসল টাকা মিলিয়ে ৭৫ হাজার টাকা কুটু মিয়াকে গোলাম মোস্তফা পরিশোধ করেন। এ সময় দাদন ব্যবসায়ী কুটু মিয়া আরও ৫০০০ টাকা দাবী করেন। কুটু মিয়ার দাবীকৃত ৫০০০ টাকা দিলে তারপর গোলাম মোস্তফাকে তার স্বাক্ষরিত স্ট্যাম্প ফেরত দিবেন বলে জানান এবং পূর্বের মত একই ভাবে কুটু মিয়া গোলাম মোস্তফার নিকট দাবীকৃত টাকা চেয়ে আসছেন। পরে গত শুক্রবার (২১ মে) বিকেলে গোলাম মোস্তফাকে এলাকায় রাস্তায় দেখে কুটু মিয়া ও তার ছেলে বাবুল মিয়া দাবীকৃত টাকা ফেরত চান। এসময় প্রতিবন্ধী গোলাম মোস্তফা টাকা ফেরত দিতে অপরগতা প্রকাশ করলে তখন কুটু মিয়া ও তার ছেলে গোলাম মোস্তফাকে জোরপূর্বক রাস্তা থেকে টেনে হেচড়া করে এবং মারধর করে আহত করে। এসময় প্রতিবন্ধী গোলাম মোস্তফার ডাক চিৎকারে এলাকার লোকজন এসে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি বর্তমানে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।