ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রিমান্ডে বাবুনগরীর সহকারী ফারুকী
Published : Saturday, 22 May, 2021 at 8:41 PM
রিমান্ডে বাবুনগরীর সহকারী ফারুকীহেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির আমির জুনাইদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ইন’আমুল হাসান ফারুকীকে হাটহাজারী থানার নাশকতার এক মামলায় চারদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

শনিবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দিনের আদালত শুনানি শেষে এ আদেশ দেয়।

চট্টগ্রাম জেলা পুলিশের ওসি (প্রসিকিউশন) হুমায়ুন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইন’আমুল হাসান ফারুকীর দশ দিনের রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে আদালত চারদিন মঞ্জুর করেছেন।

শুক্রবার রাতে হাটহাজারীর ফতেয়াবাদ বড় দিঘীর পাড় থেকে র‌্যাবের হাতে গ্রেপ্তার ইন’আমুল হাসান ফারুকী উপজেলা হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক।

তিনি শাহ আহমদ শফী হত্যা মামলারও আসামি।

গ্রেপ্তার ফারুকী হেফাজতের সাবেক আমির জুনাইদ বাবুনগরীর পক্ষ থেকে গণমাধ্যমে বিবৃতি পাঠানো এবং যোগাযোগ রাখতেন তিনি।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরোধিতায় হেফাজতে ইসলাম গত ২৬ থেকে ২৮ মার্চ চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ঢাকাসহ বিভিন্ন স্থানে তাণ্ডব চালায়।

হাটহাজারীতে থানা আক্রমণ, ভূমি অফিসে ভাঙচুর, ডাক বাংলোতে হামলাসহ বিভিন্ন সহিংস ঘটনায় পুলিশ একাধিক নাশকতার মামলা করেছে।

এসব মামলায় এখন পর্যন্ত হেফাজতের সদ্য বিলুপ্ত কমিটির একাধিক কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন যাতে নাশকতার ‘ইন্ধনদাতাদের’ নাম এসেছে বলে পুলিশ জানিয়েছে।

গত বছরের ১৮ সেপ্টেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান হেফাজতের আমির আহমদ শফী। তিনি হাটহাজারী বড় মাদ্রাসার মহাপরিচালক ছিলেন।

হেফাজতে নেতৃত্বের বিরোধের জেরে মৃত্যুর আগের দিন মাদ্রাসায় তুমুল হট্টগোলের মধ্যে শফী মহাপরিচালকের পদ ছাড়তে বাধ্য হন।

শফীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল দাবি করে গত বছরের ১৭ ডিসেম্বর তার শ্যালক মো. মইন উদ্দিন চট্টগ্রামের আদালতে মামলা করেন। ওই মামলায় বাবুনগরীসহ ৪৩ জনকে আসামি করে সম্প্রতি আদালতে অভিযোগপত্র দেয় পিবিআই। তাতেও আসামি ফারুকী।