মুশফিক-রিয়াদদের যে পরামর্শ দিলেন ডমিঙ্গো
Published : Sunday, 23 May, 2021 at 12:00 AM
পরিসংখ্যান
বলছে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফল উইকেটরক মুশফিকুর রহিম। দেশের হয়ে
উইকেটের পিছনে যত অর্জন, এর সিংহভাগই তার দখলে। তবে তার কিপিং দতা নিয়ে
প্রশ্ন আছে ঢের। ক্যাচ মিসের জন্য সমর্থকদের কাগড়ায় উঠতে হয় তাকে। শুধু
মুশফিক একাই নন, নিউজিল্যান্ড আর শ্রীলঙ্কা সফরে ক্যাচ ফেলার প্রতিযোগিতা
করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসানরা।
এবার
ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজ। যেখানে ঘুরেফিরে আসছে ক্যাচ মিসের প্রসঙ্গ।
যদিও লঙ্কা সিরিজে ভুল শুধরাতে অনুশীলনে কঠোর পরিশ্রম করেছেন টাইগার
ফিল্ডাররা। তবে আত্মবিশ্বাস ফেরাতে মুশফিক-রিয়াদদের ভালো ক্যাচ বা ফিল্ডিং
পারফরম্যান্সগুলোর স্মৃতিচারণ করার পরামর্শ হেড কোচ রাসেল ডমিঙ্গোর।
শ্রীলঙ্কার
বিপে সিরিজ শুরুর আগে শনিবার ভার্চুয়াল প্রেস কনফারেন্সে ডমিঙ্গো বলেন,
‘ফিল্ডিং অনেকাংশে নির্ভর করে আত্মবিশ্বাসের ওপর। আপনি যত এটা নিয়ে কথা
বলবেন, যত মনোযোগ দেবেন, তত ভালো হবে। আমাদের উচিৎ ভালো ক্যাচ বা ফিল্ডিং
পারফরম্যান্সগুলোর স্মৃতিচারণ করা আর ভুলগুলোর কথা যথাসম্ভব মনে না রাখা।
ভুলের প্রতি যত মনোযোগ দেওয়া হবে তত ভুল করার প্রবণতা বেড়ে যাবে।’
সঙ্গে
যোগ করেন ডমিঙ্গো, ‘একটা দলে কয়েকজন থাকে দুর্দান্ত ফিল্ডার, কয়েকজন
গড়পড়তা। গুরুত্বপূর্ণ জায়গায় ভালো ফিল্ডারকে রাখতে হয়। আগেই বললাম,
আত্মবিশ্বাস বড় এক জিনিস।’