কৃষ্ণার তিনে কিংসের ৬
Published : Sunday, 23 May, 2021 at 12:00 AM
পুরুষ
প্রিমিয়ার ফুটবল লিগের মতো নারী ফুটবল লিগেও বসুন্ধরা কিংসের প্রাধান্য
চলছে। গত আসরে সাবিনারা অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। এবার লিগেও এখন পর্যন্ত
অপরাজিত। লকডাউনের জন্য নারী ফুটবল লিগ দেড় মাসের বেশি সময় স্থগিত ছিল।
দেড় মাস পর আজ প্রথম মাঠে নামল সাবিনা-কৃষ্ণারা। কৃষ্ণার হ্যাটট্রিকে
বসুন্ধরা কিংস ৬-০ গোলে এফসি ব্রাহ্মণবাড়িয়াকে হারায়।
জাতীয় অনুর্ধ্ব
১৬ নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক কৃষ্ণা রাণী ম্যাচের সাত মিনিটে গোলের
সূচনা করেন। এর নয় মিনিট পর দলের হয়ে দ্বিতীয় ও নিজের জোড়া গোল পূর্ণ করেন।
প্রথমার্ধ ২-০ গোলের লীড নিয়ে শেষ হয়। দ্বিতীয়ার্ধে আরো চার গোল হয়।
শামসুন্নাহার জুনিয়র ৫৪ মিনিটে পুনরায় গোলের যাত্রা শুরু করেন।
শামসুন্নাহারে গোল করার দুই মিনিট পর কৃষ্ণা দলের চতুর্থ ও নিজের
হ্যাটট্রিক পূর্ণ করেন।
এই অ্যটাকিং মিডফিল্ডার জাতীয় দলের ক্যাম্পে
থাকাবস্থায় করোনায় আক্রান্ত হয়েছিলেন। নেগেটিভ হয়ে ফিরে প্রথম ম্যাচেই
নিজের স্বাভাবিক ছন্দে খেলেছেন। শামসুন্নাহার জুনিয়র আরেকটি ও মারিয়া
মান্ডা একটি গোল করলে ৬-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কিংস।