বুড়িচংয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রী ব্লাডগ্রুপিং ও কোভিড-১৯ এর উপকরণ বিতরণ করেন
Published : Sunday, 23 May, 2021 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন।।
শুক্রবার বিকালে কুমিল্লার সুনামধন্য একটি স্বেচ্ছাসেবী সংগঠন "ব্লাড ডোনেশন কুমিল্লা (বিডিসি) সংগঠনের পক্ষ থেকে ফ্রী ব্লাডগ্রুপিং ও কোভিড-১৯ এর উপকরণ বিতরণ করেন বুড়িচং উপজেলা ষোলনল ইউনিয়ন খাড়াতাইয়া নতুন বাজারের এই আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ করেন এবং বক্তব্য রাখেন সাবেক ঔষধ প্রশাসনের ডিজি মেজর জেনারেল মোঃ মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও ব্লাড ডোনেশন কুমিল্লা (বিডিসি) এর উপদেষ্টা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ মাহাবুবুর রহমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড মোঃ সোলাইমান, দৈনিক যুগান্তরে ও কুমিল্লার কাগজ প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুন।
ব্লাড ডোনেশন কুমিল্লা (বিডিসি) সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এফ.ডি. হেলাল ব্লাড ডোনেশন বিডিসি সংগঠনের পরিচালক সদস্য সাজ্জাদ মারুফের সঞ্চালনায় উপদেষ্টা মন্ডলী এবং সংগঠনের স্বেচ্ছাসেবীদের সহযোগিতা ও প্রচেষ্টার মাধ্যমে উক্ত প্রোগামটি সম্পূর্ণ হয়।
আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী উপজেলা যুবলীগের প্রস্তাবিত সভাপতি হাজী মোঃ বিল্লাল হোসেন ও খাড়াতাইয়া গ্রামের কৃতিসন্তান বিশিষ্ট সমাজসেবক,উপজেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন সহ ব্লাড ডোনেশন কুমিল্লা বিডিসি সংগঠনের এডমিন মডেরেটর ও সদস্যগন উপস্থিত ছিলেন।