দেখতে দেখতে শেষ হওয়ার
পথে ঢাকা প্রিমিয়ার লিগের(ডিপিএল) এবারের আসর। মাসখানেকের লড়াই শেষে
আগামীকাল শিরোপা নির্ধারণী ম্যাচ। যদিও ডিপিএলে কোন ফাইনাল নেই, তবে প্রাইম
ব্যাংক ক্রিকেট কাবের মধ্যকার শেষ দিনের ম্যাচটি রূপ নিয়েছে ‘অলিখিত
ফাইনালে’। মিরপুরে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
সুপার লিগ
শেষে যারা পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করবে, তারাই হবে চ্যাম্পিয়ন।
সুপার লিগের অংশ নেয়া দলগুলো এখন পর্যন্ত ১৫টি করে ম্যাচ খেলেছে। সর্বোচ্চ
২২ করে পয়েন্ট নিয়ে শীর্ষে আবাহনী, দুইয়ে প্রাইম ব্যাংক। তৃতীয় স্থানে
থাকা প্রাইম দোলেশ্বরের পয়েন্ট ২১ হলেও শিরোপা জেতা হবে না তাদের। কালকের
ম্যাচে মোহামেডানকে হারালে পয়েন্ট হবে ২৩। আবাহনী-প্রাইম ব্যাংকের মধ্যে
জয়ী দলের পয়েন্ট হবে ২৪। তাই এই ম্যাচটিই ‘অলিখিত ফাইনাল’।