ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ফলোআপ
বাড়ির পাশের খাল থেকে  সেই শিশুর লাশ উদ্ধার
Published : Saturday, 14 August, 2021 at 12:00 AM, Update: 14.08.2021 1:24:24 AM
 বাড়ির পাশের খাল থেকে  সেই শিশুর লাশ উদ্ধার মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
নিখোঁজ ১৯ দিনের শিশু রাবেয়া বসরীর লাশ বাড়ীর পাশের খাল থেকে শুক্রবার দুপুরে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় গুমন্ত রাবেয়া বসরী নিখোঁজ হলে এলাকায় তোলপাড় শুরু হয়। কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন টনকী ইউনিয়নের বাইড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ময়না তদন্তের জন্য ওই শিশুর লাশ শুক্রবার বিকেলে কুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, প্রবাসী মুজিবুর রহমানের একমাত্র সন্তান রাবেয়া বসরী ঘুমিয়ে গেলে তার মা রহিমা আক্তার রতœা বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৯টায় কাপড়-চোপড় ধুতে ঘরের পাশের টিউবওয়েলে যায়। আনুমানিক ১০ মিনিট পরে ঘরে ফিরে এসে দেখে ঘুমন্ত শিশু রাবেয়া বসরী নেই। পরিবারের অন্য সদস্যরা ওইদিন সকালেই বাড়ির পাশের জমিতে কাজ করতে যায়। দিনভর বিভিন্ন স্থানে হন্যে হয়ে খোঁজাখুজি করে শিশুটির সন্ধান না পেয়ে বৃহস্পতিবার রাতেই ওই শিশুর মা বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় অভিযোগ দেন। খবর পেয়ে রাতেই মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। অনেক খোঁজাখুজির পর শুক্রবার দুপুরে বাড়ির উত্তর পাশের খালে এলাকাবাসী নিখোঁজ রাবেয়া বসরীর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে যায়। খাল থেকে শিশুটির লাশ তুলে বাড়ির ওঠানে আনা হলে স্বজনদের আর্ত চিৎকারে আকাশ ভারী হয়ে ওঠে। একমাত্র কন্যা সন্তানকে হারিয়ে মা রহিমা আক্তার রতœা বার বার মূর্চা যাচ্ছেন।
বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, নিখোঁজ রাবেয়ার লাশ শুক্রবার দুপুরে বাড়ীর পাশের খাল থেকে উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। উক্ত বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। তবে ১৯ দিনের শিশুটি ঘর থেকে কিভাবে খালে গেল, সে রহস্য উদঘাটনের জন্য কাজ করে যাচ্ছি।