ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবীদ্বারে পানিতে ডুবে মামা- ভাগ্নের মৃত্যু
Published : Saturday, 14 August, 2021 at 12:00 AM, Update: 14.08.2021 1:24:34 AM
দেবীদ্বারে পানিতে ডুবে মামা- ভাগ্নের মৃত্যুএবিএম আতিকুর রহমান বাশার: কুমিল্লার দেবীদ্বারে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামা- ভাগ্নে ওই ঘটনায় শুক্রবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার বড়শালঘর গ্রামের বাদশা মিয়ার বাগান বাড়ির পুকুরে এ দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। ৬ এবং ৭ বছর বয়সি দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মারা যাওয়া শিশুরা হচ্ছে দেবীদ্বার উপজেলার বড়শালঘর গ্রামের মহসিন মিয়ার ছেলে হৃদয় (৭) এবং অনন্তপুর গ্রামের অলী মিয়ার ছেলে আরিয়ান (৬)।
পরিবারের লোকজন জানান, শুক্রবার দুপুরে ঘরে খাবার খেতে না আসায় হৃদয় ও আরিয়ানকে খুঁজতে থাকেন, পরে বিকেল সাড়ে ৩টায় কয়েকজন শিশু বাড়ির পাশের পুকুরে আরিয়ানকে ভাসতে দেখে সূর চিৎকার শুরু করে। এসময় বাড়ির লোকজন এসে তাদের উদ্ধার করে বিকেল ৫টায় দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত: ঘোষণা করেন।
নিহতদের আত্মীয় বাদশা মিয়া জানান, নিহত হৃদয় আমার বড় ভাই দিনমজুর মহসীন মিয়ার ছেলে এবং হৃদয় আমার খালাতো ভাই, তার বাবা পেশায় অটোরিক্সা চালক, গ্রামের বাড়ি অনন্তপুর। আরিয়ান আমাদের বাড়িতেই থাকত। ওরা সম্পর্কে মামা- ভাগ্নে। এক সাথে থাকায় দু’জনকেই বড়শালঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে ভর্তি করিয়েছিলাম।