ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নতুন ভিডিও বার্তায় জাতিকে যে প্রতিশ্রুতি দিলেন তালেবান নেতারা
Published : Monday, 16 August, 2021 at 2:25 PM
নতুন ভিডিও বার্তায় জাতিকে যে প্রতিশ্রুতি দিলেন তালেবান নেতারারাজধানী কাবুলে তালেবান দখলদারিত্ব প্রতিষ্ঠা করার পর সেখানকার সাধারণ মানুষের মনে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।  অনেকে দেশ ছেড়ে পালাতে শুরু করেছেন।  বিদেশি দূতাবাস কর্মী ও আফগানিস্তানের বেসামরিক লোকজনকে ভীত-স্বন্ত্রস্ত হয়ে বিমানবন্দরে ভিড় করতে দেখা গেছে।  

এর মধ্যেই জাতির উদ্দেশে দেওয়া নতুন একটি ভিডিও বার্তায় তালেবান নেতারা আফগানিস্তানের মানুষের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন।  

কাবুল দখল ও বিজয় ঘোষণার একদিন পরে তালেবানের পক্ষ থেকে নতুন এই ভিডিও বার্তা প্রচার করা হলো।  সেই ভিডিও বার্তায় তালেবানের উপ-প্রধান নেতা মোল্লা বারাদার আখুন্দ বলেছেন, এখন সময় হয়েছে আফগানিস্তানের মানুষের সেবা আর তাদের জীবনমান উন্নয়নের।

তালেবানের উপ-প্রধান আরও বলেন, আমাদের জাতিকে আমরা সবচেয়ে ভালো সেবা দেব, গোটা জাতির জন্য প্রশান্তি নিয়ে আসব, তাদের জীবনমান উন্নয়নের জন্য যতদূর যা করা দরকার, আমরা তাই করব।