ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আশ্রয় দেয়নি তাজিকিস্তান, ওমান পৌঁছেছেন গণি
Published : Monday, 16 August, 2021 at 4:45 PM
আশ্রয় দেয়নি তাজিকিস্তান, ওমান পৌঁছেছেন গণিআফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি আশ্রয় পাননি তাজিকিস্তানে। জানা গেছে, বিমান ঘুরিয়ে ওমান পৌঁছেছেন তিনি। সোমবার ভারতীয় সাংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে জানা গেছে।

এর আগে, রবিবার তালেবান কাবুলে ঢুকে পড়ার দিনেই তাজিকিস্তানের উদ্দেশে দেশ ছাড়েন আফগান প্রেসিডেন্ট আশরাফ। এমন খবর ছড়িয়ে পড়ে সংবাদমাধ্যমে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, রক্তপাত এড়াতেই দেশত্যাগ করেছেন।

এদিকে ওমান সরকার তাকে আশ্রয় দিতে রাজি হয়েছে কি না, এখনও নিশ্চিত হওয়া যায়নি। ওমানে আশ্রয় না হলে যুক্তরাষ্ট্রের দিকে রওনা হতে পারেন। তবে আশরাফ গণি এখন কোথায় অবস্থান করছেন তা স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্র তাকে আশ্রয় দেবে কিনা এ ব্যাপারে কোনও মন্তব্য পাওয়া যায়নি ওয়াশিংটনের।

আফগানিস্তানে পূর্ণ এবং সার্বিক সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে তালেবান। রাজধানীর প্রেসিডেন্টের দফতরে অবস্থান করছেন তালেবানের শীর্ষ নেতারা।