মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দেখা করে তবেই বাড়ি ফিরব- এই পণ করে হরিয়ানা থেকে প্রায় ১৪শ কিলোমিটার হেঁটে রাঁচি চলে গিয়েছিলেন ১৮ বছর বয়সী অজয় গিল। কিন্তু তাকে ফিরতে হয়েছে ব্যর্থ মনোরথে। ভালোবাসার অভূতপূর্ব নিদর্শন দেখিয়েও নিজের প্রিয় ক্রিকেটারের দেখা পাননি অজয়।
গত ২৯ জুলাই থেকে টানা ১৬ দিন ধরে পায়ে হেঁটে হরিয়ানা থেকে ঝাড়খন্ডের রাঁচিতে গেছেন ধোনির এ পাগল ভক্ত। কিন্তু ধোনি তো এর আগেই চেন্নাই চলে গেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের বাকি অংশের প্রস্তুতি শুরু করতে। যেখান থেকে আরব আমিরাত চলে যাবেন তিনি।
তাই বৃথাই গেছে অজয়ের ১৪শ কিলোমিটার পায়ের যাত্রা। দ্য টেলিগ্রাফ ইন্ডিয়াকে তিনি বলেছিলেন, ‘ধোনিজির সঙ্গে দেখা করেই তবে বাড়িতে ফিরব আমি।’ অজয়ের বিশ্বাস ছিল, ধোনির বাড়িতে পৌঁছাতে পারলে অন্তত ১০ মিনিটের জন্য হলেও তার প্রিয় খেলোয়াড় এসে কথা বলবেন।
কিন্তু দুর্ভাগ্যবশত সেটি হলো না অজয়ের ক্ষেত্রে। তবে এবার দেখা না হলেও, রাঁচি থেকে বাড়ি ফেরার ইচ্ছা ছিল না তার। আইপিএল শেষ করে তিন মাস পর ফিরবেন ধোনি। তাই তিন মাস রাঁচিতেই অপেক্ষা করতে রাজি ছিলেন অজয়। তবে স্থানীয়রা তাকে বুঝিয়ে হরিয়ানায় ফেরার ব্যবস্থা করে দিয়েছেন।
নিজের গ্রামে একটি স্যালুনে কাজ করেন অজয়। নিজের অভিনব লুক দিয়েও সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। তার চুলের মধ্যে গাড় নীল, হালকা নীল হলুদ ও কমলা রং করা রয়েছে। এছাড়া মাথায় লেখা রয়েছে ‘ধোনি’ ও ‘মাহি।’
তবে মাথার লেখা দুটো অজয় নিজে করেননি। তার হেঁটে হেঁটে ধোনির বাড়িতে যাওয়ার কথা শুনে সোনপাটের আরেক নাপিত ফ্রি-তেই মাথায় মাহি ও ধোনি লিখে দিয়েছেন। এটিতে ধোনির সাক্ষর নেবেন বলেও জানিয়েছেন অজয়।
হুট করে কেনো হরিয়ানা থেকে রাঁচিতে গেলেন? এমন প্রশ্ন রাখা হলে অজয় জানান, ধোনির মতো তিনিও ক্রিকেটার হতে চেয়েছিলেন। তবে গত বছর ধোনির অবসরের পর খেলা বন্ধই করে দিয়েছেন। তাই এখন ধোনির আশীর্বাদ নিয়ে পুনরায় শুরু করতে চান ১৮ বছর বয়সী এ তরুণ।
এদিকে অজয়ের ঘটনার ব্যাপারে জানতে পেরে রাঁচির স্থানীয় অনুরাজ চাওলা ও তার বন্ধুরা মিলে একটি হোটেল রুম ভাড়া করে দিয়েছেন। একইসঙ্গে দিল্লিতে ফেরার একটি বিমান টিকিটও করে দিয়েছেন। এখন বাড়িতে ফিরে গিয়ে পরে আবার ধোনির সঙ্গে দেখা করতে আসার ব্যাপারে অজয়কে রাজি করিয়েছেন তারা।