ভারতে পাচারকালে ৯৯৯-এ ফোন, দুই তরুণী উদ্ধার
Published : Tuesday, 17 August, 2021 at 12:00 AM
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে পাওয়া ফোনকলে ভারতে পাচার করার সময় দুই তরুণীকে উদ্ধার ও পাচারে অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ।
আটক হওয়া ব্যক্তির নাম- আকবর শেখ (৪০)। উদ্ধার হওয়া তরুণীদের একজনের বয়স ১৮ বছর এবং আরেকজনের বয়স ১৭ বছর।
সোমবার (১৬ আগস্ট) এ তথ্য জানান ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার।
তিনি বলেন, ‘সাতক্ষীরা সদরের রসুলপুর বাস টার্মিনাল থেকে এক কলার ৯৯৯ নম্বরে ফোন করে জানান, গতকাল (রোববার) সেখানে দুজন মেয়েকে সীমান্তে নিয়ে যাওয়ার জন্য এক ব্যক্তি গাড়ি ঠিক করছে। এ সময় তাদের সন্দেহ হয়। তখন তারা তরুণীদের জিজ্ঞাসা করে জানতে পারেন, তাদের চাকরির কথা বলে নিয়ে আসা হয়েছে। তখন তারা ওই ব্যক্তিকে আটকে রেখে ৯৯৯ নম্বরে ফোন করেন।’
৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি সাতক্ষীরা সদর থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানায়। এতে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে যায়।
পরে সাতক্ষীরা সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গাজী সাজ্জাদ ৯৯৯-কে ফোনে জানান, তারা ঘটনাস্থল থেকে দুই তরুণীকে উদ্ধার করেছেন। তাদের একজনের বাড়ি দিনাজপুর সদরে এবং অন্যজনের ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। পাচারের অভিযোগে আকবর শেখ নামের এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
এ বিষয়ে থানায় একটি মামলা করা হয়েছে এবং তরুণীদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।