রেল নিয়ে বড় কিছু ভাবছে সরকার: রেলপথমন্ত্রী
Published : Tuesday, 17 August, 2021 at 12:00 AM
‘রেল নিয়ে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য রেলখাতে বরাদ্দও বাড়িয়েছেন প্রধানমন্ত্রী। নতুন প্রকল্পও নেওয়া হচ্ছে। সারাদেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনতেই এসব উদ্যোগ।’
সোমবার (১৬ আগস্ট) রেলভবনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। রেলপথমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল গরীব, দুঃখিদের মুখে হাসি ফোটানো। বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।
মন্ত্রী আরও বলেন, স্বাধীনতার পর একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে দ্রুত পুনর্গঠিত করেছিলেন বঙ্গবন্ধু। নয় মাসের মধ্যে পৃথিবীর অন্যতম একটি সংবিধান উপহার দিয়েছিলেন বাঙালি জাতিকে। কিন্তু দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল দেশি ও আন্তর্জাতিক একটি চক্র।
মন্ত্রী এ সময় রেলওয়েতে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদের বলেন, একটি আধুনিক, যুগোপযোগী ও উন্নত রেল ব্যবস্থা গড়ে তুলতে একযোগে কাজ করতে হবে। তবেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হবে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা।