ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ঘাতকরা চেয়েছিল ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে দিতে--আবুল হাসেম খাঁন এমপি
Published : Tuesday, 17 August, 2021 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং||
কুমিল্লা -৫ আসনের এমপি, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি, কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. আবুল হাসেম খাঁন এমপি বলেছেন,  কিছু বিপদগামী সেনা সদস্য ঘাতকরা ৭৫ সনে জাতির পিতা, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে এরা চেয়েছিল এদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে দিতে। স্বাধীন দেশকে ওই ঘাতকরা কলঙ্কিত করেছে। দীর্ঘদিন পরে হলেও খুনিদের বিচার এদেশের মাটিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিচারের আওতায় এনে বিচার করেছেন। বাকী খুনিদেরকে ও বিদেশ থেকে খোঁজে এনে বিচার করে এদেশ ও জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে। রোববার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে বুড়িচং উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা দলীয় কার্যালয়ে আয়োজিত  আলোচনা সভা, মিলাদ মাহফিল দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আবুল হাসেম মেম্বার এবং পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট মোঃ রেজাউল করিম খোকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন  সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান আবু তাহের, সহ-সভাপতি এড. মাহাবুবুর রহমান, সহ-সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মোঃ আল আমিন,যুগ্ম সম্পাদক  উপাধ্যক্ষ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান, দপ্তর সম্পাদক বিষ্ণু কুমার ভট্টাচার্য্য, আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আবদুর রশীদ, শ্রম বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু, গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. রেজাউল করিম, রাজাপুর ইউপি চেয়ারম্যান মো. মোস্তফা, মাজেদুল ইসলাম মেম্বার, আ: জলিল, নেওয়াজ আলী সর্দার, বাকশীমূল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও  ইউপি চেয়ারম্যান মো. আবদুল করিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, পীরযাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন ঠিকাদার, এডভোকেট মাহাবুব আলম লড়িবাগ, এডভোকেট মোঃ আবুল হোসেন জুয়েল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মতিউর রহমান খান রুমেল, উপজেলা আওয়ামীলীগের সদস্য মো. রাসেল চৌধুরী, মো. ফারুক খান মেম্বার, সাংগঠনিক সম্পাদক হিমেল খান, ষোলনল ইউপির সাবেক চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন, ষোলনল ইউপি সাংগঠনিক সম্পাদক মোঃ বাদল খা মেম্বার, আইন বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম ভূইয়া, শামীমুল ইসলাম হাবিউল, সদর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নেওয়াজ আলী সর্দার, উপজেলা মো. কামাল হোসেন মেম্বার, মো. আ: রশীদ পেপার, উপজেলা যুবলীগ প্রস্তাবিত কমিটির সভাপতি হাজী বিল্লাল হোসেন, যুগ্ম সম্পাদক মো. নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো. সুমন ভুইয়া, আশিকুর রহমান খান, রিপন খান, স্বেচ্ছাসেবকলীগ এর সাধারণ সম্পাদক জাহিদ হাসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. গিয়াস উদ্দীন, সেক্রেটারী সুমন মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের এমপি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. আবুল হাশেম খান দলীয় নেতাকর্মীদের বর্তমান সরকারের ভিশন মিশন বাস্তবায়নে যার যার ক্ষেত্র থেকে সকলকে ঐক্যমতের ভিত্তিতে দেশ পরিচালনার আহবান জানান।
বুড়িচং উপজেলা সমিতির অক্সিজেন সিলিন্ডার প্রদান: ঢাকাস্থ বুড়িচং উপজেলা সমিতির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় দিবস উপলক্ষ্যে করোনা আক্রান্তদের জন্য অক্সিজেন সিলিন্ডার প্রদান অনুষ্ঠান উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং –ব্রাহ্মণপাড়া) আসনের এমপি এড. আবুল হাসেম খাঁন । এমএ মতিন এমবিএ এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, ইউএনও মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মীর হোসেন মিঠুসহ অন্যান্য বিভাগীয় কর্মকর্তাগণ।