ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
টিকা নিবন্ধন: আরও ১০ দিন পাচ্ছেন বিদেশগামী শিক্ষার্থীরা
Published : Tuesday, 17 August, 2021 at 12:00 AM
করোনাভাইরাসের টিকা নিতে আগ্রহী বিদেশগামী শিক্ষার্থীদের নিবন্ধনের আবেদনের জন্য আরও ১০ দিন সময় দিয়েছে সরকার।
এতে করে বিদেশে অধ্যয়নরত ও যেতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীরা ২৬ অগাস্ট বিকাল ৫টা পর্যন্ত নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।
সোমবার সময় বাড়িয়ে এই বিষয়ক পরিপত্র জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘করোনা সেল’, যাতে বলা হয়েছে ১৭ অগাস্ট থেকে ইমেইলে আবেদন করা যাবে।
এতে বলা হয়েছে, এক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। এরপর যাচাই বাছাইয়ের পর সেই তালিকা যাবে আইসিটি বিভাগে।
পরে সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকার চূড়ান্ত নিবন্ধন করতে হবে এবং এসএমএস পেলে দেওয়া যাবে টিকা।
এর আগে দুদফায় ১৪ থেকে ৩১ জুলাই পর্যন্ত বিদেশগামী শিক্ষার্থীদের নিবন্ধন আবেদনের সুযোগ দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।
সে সময় টিকার গ্রহণের জন্য মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন প্রায় ২৩ হাজার শিক্ষার্থী।
বিদেশগামী এসব শিক্ষার্থীদের টিকাদানের জন্য বয়সের শর্ত শিথিল করে ছাড় দিচ্ছে সরকার।
নিবন্ধনের আবেদনের সময় পাসপোর্ট, প্রযোজ্য ক্ষেত্রে ভিসা, বৈদেশিক শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি কনফারমেশন ডকুমেন্ট বা ছাত্রত্ব প্রমাণের সনদ বা স্টুডেন্ট আইডি স্ক্যান করে ইমেইলের মাধ্যমে জিআইপি বা পিডিএফ ফাইল পাঠাতে হবে।
নিবন্ধনের আবেদনের ইমেইল ঠিকানা- াধপপরহব.পড়ৎড়হধপবষষ@সড়ভধ.মড়া.নফ
ইমেইলের বিষয় হিসেবে উল্লেখ করতে হবে-
“অঢ়ঢ়ষরপধঃরড়হ ভড়ৎ ঈঙঠওউ-১৯ াধপপরহধঃরড়হ ভড়ৎ ংঃঁফবহঃং ংঃঁফুরহম ধনৎড়ধফ (চধংংঢ়ড়ৎঃ ঘড়.)” ।
পাশাপাশি যঃঃঢ়ং://ভড়ৎসং.মষব/কচধ৩৩খফফসঝকঋচবুফ৭ লিংকের গুগল ফর্মটি আবেদনকারীকে যথাযথভাবে পূরণ করে জমা দিতে বলেছে মন্ত্রণালয়।
আবেদন করার তিন কার্যদিবস পর সুরক্ষা ওয়েবসাইট থেকে চূড়ান্তভাবে টিকার জন্য নিবন্ধন করার পরামর্শও দেওয়া হয়েছে।