ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সাগরে লঘুচাপ
Published : Tuesday, 17 August, 2021 at 12:00 AM
কয়েক দিনের ভ্যাপসা গরমের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে; মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দুয়েক দিন বৃষ্টির প্রবণতা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম সোমবার বলেন, ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের অদূরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।
“এ লঘুচাপের প্রভাব বাংলাদেশে তেমন পড়বে না। নি¤œচাপের তেমন শঙ্কা নেই। তবে আগামী কয়েক দিন বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।”
তিনি জানান, লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা থাকলে সমুদ্রবন্দরে সতর্ক সংকেত দেওয়া হতে পারে। পরিস্থিতি পযবেক্ষণ করে সে বিষয়ে সিদ্ধান্ত হবে।
আষাঢ়ের শেষ সময়ে এসে দেশের বিভিন্ন জায়গায় থেমে থেমে বৃষ্টির মধ্যে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছিল। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যই এমন অস্বস্তিকর গরমের কারণ।
ভাদ্র মাসের প্রথম দিন সোমবার তেঁতুলিয়ায় দেশের সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আর ফরিদপুরে দেশের সর্বোচ্চ ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এ দিন।
আবহাওয়াবিদ শাহীনুল জানান, মৌসুমী বায়ু দেশের উপর মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এ অবস্থায় আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।