লর্ডস টেস্টে রিভিউ নষ্ট করে তুমুল সমালোচনা শুনতে হচ্ছে ভারত দলের অধিনায়ক বিরাট কোহলিকে।
দ্বিতীয় দিনে ইংলিশ অধিনায়ক জো রুটের বেলায় ভারতের একটি এলবিডব্লিউ আবেদনে সাড়া দেননি আম্পায়ার।
এ সময় উইকেটরক্ষক ঋষভ পন্ত হাত নেড়ে বারবার মানা করলেও কোহলি আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নেন এবং হেরে যান।
লর্ডস টেস্টের দ্বিতীয় ও তৃতীয় দিন (শুক্র ও শনিবার) আম্পায়ারদের সিদ্ধান্তে রিভিউ নিয়ে বেশ কয়েকবার হেরেছেন কোহলি।
এভাবে রিভিউ নষ্ট করার কোনো মানে খুঁজে পাচ্ছেন না ভারতের সমর্থকরা। ভারতীয় বিশ্লেষক ও কয়েকজন সাবেক তারকাও কোহলির সমালোচনা করেছেন।
তবে সবচেয়ে বেশি চটেছেন দেশটির সাবেক তারকা ও বর্তমান ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার।
অধিনায়ক কোহলির পরিবর্তে উইকেটরক্ষক ঋষভ পন্তকে এই রিভিউ (ডিআরএসের সিদ্ধান্ত) নিতে বলছেন তিনি।
লর্ডস টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে সনি স্পোর্টসে গাভাস্কার বলেন, ‘প্রত্যেক বোলারইভাবে ব্যাটসম্যান নিশ্চিত আউট! একইভাবে ব্যাটসম্যানকে এলবিডব্লিউ দেওয়া হলে ব্যাটসম্যান ভাবতে পারে সে হয়তো আউট নয়। ভারতের প্ৰথম আবেদনটি বেশ কাছাকাছি ছিল। তবে দ্বিতীয় ক্ষেত্রে পন্ত কিন্তু কোহলিকে বারবার রিভিউ না নেওয়ার আর্জি জানিয়েছে। সে বারবার বলছিল— রিভিউ নিও না নিও না। তা সত্ত্বেও কোহলি রিভিউটা নিল আর নষ্ট করল।আমার মতে, একমাত্র উইকেটরক্ষককেই ডিআরএস নেওয়ার দায়িত্ব দেওয়া হোক।’
পরের লাইনে অবশ্য কোহলির পক্ষে ইতিবাচক মন্তব্য করলেন গাভাস্কার। বললেন, কোহলি হয়তো ভেবেছিল জো রুটকে আউট করতে পারলে ইংল্যান্ডের ইনিংস তাড়াতাড়ি শেষ করা যাবে। তাদের বাকি উইকেটগুলো দ্রুত নিতে পারবে ভারতীয় বোলাররা। তাই সে রিভিউটি নিয়ে ফেলেছিল।
তথ্যসূত্র: টাইমস নাউ নিউজ