ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বার্সার বিপদের দিনে বেতন কমাচ্ছেন তারা
Published : Monday, 16 August, 2021 at 2:54 PM
বার্সার বিপদের দিনে বেতন কমাচ্ছেন তারাআর্থিক বিষয়টা প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছিল বলেই মেসিকে রাখতে পারেনি বার্সেলোনা। একই বিষয় ভোগালো জেরার্দ পিকেসহ বার্সার অন্যতিন অধিনায়ককেও! ক্লাব-পরিস্থিতি বিবেচনায় বেতন কমাতে রাজি হতে হয়েছে পিকে, বুসকেৎজ, রবের্তো ও আলবাকে।

ক্লাব এরই মধ্যে ঘোষণা করেছে পিকের বেতন উল্লেখযোগ্য পরিমাণে কমানো হয়েছে। আর সেটি হয়েছে বলেই মেমফিস দেপাই, এরিক গার্সিয়া ও রেই মানাজকে নতুন মৌসুমে নিবন্ধন করতে পেরেছে বার্সা।

সোসিয়েদাদকে ৪-২ গোলে হারানোর পর ক্লাবের আর্থিক দুরাবস্থার কথা তুলে ধরে মুভিস্টারকে পিকে বলেছেন, ‘আমাকে বেতন কমাতেই হতো। একই বিষয়ে বাকি অধিনায়কদের সঙ্গেও কথা হয়েছে। আমি জানি যে ওরাও শিগগির একই পদক্ষেপ অনুসরণ করতে যাচ্ছে। এখন শুধু সময়ের অপেক্ষা।’

বেতন কমানোর বিষয়ে পিকেকেই এগিয়ে আসতে হয়েছে সবার আগে। তার কারণও ব্যাখ্যা করেছেন বার্সা ডিফেন্ডার, ‘আমাকে প্রথমে দ্রুততার সঙ্গে এটা করতে হয়েছে। কারণ খেলোয়াড়দের নিবন্ধনের বিষয়টা জড়িয়ে ছিল। তবে এটা মানতে হবে আমরা একটা পরিবার। সে কারণেই ক্লাবের প্রয়োজনে অধিনায়করা নিজেদের মানিয়ে নিতে আগ্রহী। যে সিদ্ধান্তটা নিয়ে আমরা গর্ব বোধই করছি।’

ঠিক এই আর্থিক কারণেই মেসিকে রাখা যায়নি বার্সায়। পিকে স্বীকার করছেন যে, কিংবদন্তি এই ফুটবলার চলে যাওয়াটা বড় ধাক্কার। কিন্তু নতুন করে দিন শুরু করতেও মুখিয়ে তার ক্লাব, ‘লিও আমাদের জন্য কী সেটা মনে হয় না ব্যাখ্যা করতে হবে। আমরা সবাই-ই সেটা জানি। ক্লাব ইতিহাসে সে গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তবে সব কিছু পেছনে ফেলে এগিয়ে যেতে হয়, আমাদের সেটাই করা উচিত।’